আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি, যুবকের আত্মহত্যা

Slider তথ্যপ্রযুক্তি


পটুয়াখালীতে ব্লাকমেইলের শিকার হয়ে রমেন ঘরামি নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৯ জুন) গভীর রাতে পটুয়াখালী জেলা শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে র‍্যাব-১১ টিমের সহায়তায় নারায়ণগঞ্জ এলাকা থেকে পলাতক অবস্থায় ঘটনার প্রধান অভিযুক্ত মো. নিজামকে আটক করে পুলিশ। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা ৬ জন ।

মুল আসামী নিজাম খাঁন দশমিনা সদর উপজেলার পূর্বলক্ষিপুর গ্রামের নুরু খায়ের ছেলে। সে পটুয়াখালী পৌর সভার পরিচ্ছন্নকর্মী বলে জানা গেছে। অপর আসামীরা হলেন-পটুয়াখালী পৌর শহরের কাঠপট্টি এলাকার খালেক হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার(২৬), কাদের সিকদারের ছেলে সাইদ সিকদার ওরফে আধার(২৭), শাহজাহান গাজীর ছেলে শাহেদ গাজী (২৮) ও আলতাফ মৃধার ছেলে শাহেদ মৃধা(২৭)।

প্রধান আসামী নিজামের দেয়া তথ্যের ভিত্তিতে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িতের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা বলে নিশ্চিত করেছেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

পুলিশ জানায়, এক নারী দিয়ে রমেনের সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে তার প্রতিবেশী নিজাম ঘরামি। এরপর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নিজাম ও তার সহযোগীরা রমেনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ঘটনার পূর্বে নিজাম ও তার সহযোগীরা রমেনের কাছে নগদ দুই লাখ টাকা দাবী করে হুমকি দেয়।

এত রমেন আতঙ্কগ্রস্ত হয়ে গত ২০ জুন বিষক্রিয়া সেবন করে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্ব মুহূর্তে প্রতারণার ঘটনা উল্লেখ করে রমেনের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পরে। যে ভিডিও বার্তা অনুসরণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ঘটনার পর নিহতের পিতা রনজিৎ ঘরামি বাদী হয়ে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *