অপসাংবাদিকতার জন্য জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল

Slider তথ্যপ্রযুক্তি

অপসাংবাদিকতা করলে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করার ক্ষমতা পাচ্ছে প্রেস কাউন্সিল। এই বিধান রেখে ‘প্রেস কাউন্সিল (সংশোধন) আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপস্থাপন করা এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘খসড়া আইনে অপসাংবাদিকতার জন্য সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ডের কথা রাখা হয়েছে। আগে প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করতে পারত।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই জরিমানার বিধান প্রিন্ট ও ডিজিটাল সব সংবাদমাধ্যমের জন্যই প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *