ঘটনার পর সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান হামলাকারীর বয়স ২৩ বছর। হামলা চালানোর পর গাড়িতে করে পালানোর চেষ্টার সময় মেরিল্যান্ড রাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি আহত হন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। মুলেনডোর অবশ্য অভিযুক্ত যুবকের নাম জানাননি।
মুলেনডোর জানান, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সবাই পেনসিলভানিয়া রাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী। হামলার সময় অভিযুক্ত যুবক একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করে গুলি চালিয়েছিল।

</aযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি চালায়। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য তার আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে জড়ান তিনি।