বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়, থাকবে ৩৬ ঘণ্টা

Slider খেলা


কাতার বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরছে বিশ্বকাপ ট্রফি। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশ্ব ফুটবলের মহামূল্যবান ট্রফিটি।

এই ট্রফির সাথে আসছেন ফিফা লিজেন্ড ফ্রান্সের ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। বাংলাদেশে ৩৬ ঘণ্টা অবস্থান শেষে আগামীকাল এই ট্রফি চলে যাবে পূর্ব তিমুরে।

এই ট্রফি বিকেলে রাষ্ট্রপতির বাসভবনে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবার কথা রয়েছে।

বাংলাদেশ কখনো বিশ্বকাপ ফুটবলে খেলবে এটা অনেকটা স্বপ্ন। আর বিশ্বকাপ ট্রফি জয় তো আর বড় স্বপ্ন। তাই বিশ্বকাপের ট্রফির এমন সফরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ও সান্ত্বনা। এর আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল ঢাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *