রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে তার লাশ পাওয়া যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান জানান, মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
বিস্তারিত
রাজধানীর গুলশানে হাতিরঝিল লেক পাড় এলাকা থেকে এক গণমাধ্যমকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল বারী। তিনি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার সকালে ওই এলাকার সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় নিহত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। পুলিশের ধারণা, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান।
পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু লেক পাড়ে একজনের লাশ দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে।
পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।