গাজীপুরের কাপাসিয়ায় বাসের সাথে পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সাল্লারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পশ্চিম হয়বতনগর গ্রামের মোঃ ঝিনুকের ছেলে মোঃ জিন্নাত (৩০) ও একই গ্রামের আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন (২৬)।
জানা গেছে, ঢাকার দিক থেকে আসা পিকআপটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সাল্লারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের সাথে ওই সংঘর্ষ হয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। এছাড়াও বাসের তিন যাত্রী আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।