জাতীয় দলের হয়ে ক্যারিয়ারটা খুব বেশি লম্বা না সৈয়দ রাসেলের। ৬ টেস্টের পাশাপাশি ৫২ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেই রাসেল এবার কোচ হয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
আমেরিকার মিশিগানে একাডেমি অব ডেট্রোয়েট নামের একাডেমির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রাসেল। গণমাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। আগামী ২৬ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তার।
রাসেল জানান, একাডেমি অব ডেট্রোয়েট বাংলাদেশি মালিকানাধীন একটা একাডেমি। তাদের একটা দলও আছে। যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রিকেট খেলার সুবাদে তাদের সঙ্গে রাসেলের আগে থেকেই জানাশোনা। তারই ধারাবাহিকতায় দায়িত্ব পেয়েছেন সাবেক এ ফাস্ট বোলার।
রাসেল এর আগে সাকিবের ক্রিকেট একাডেমিতে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ২০০৫ সালে। আর সবশেষ ম্যাচটি খেলেন ২০১০ সালে। দেশের হয়ে টেস্টে ১২, ওয়ানডেতে ৬১ ও টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি।