মে মাসে রফতানি আয় ২৩ শতাংশ বেড়েছে

Slider অর্থ ও বাণিজ্য


দেশের রফতানি আয় বছরে ২৩ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালের মে মাসে ৩ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা যায়।

গত বছরের একই সময়ে বাংলাদেশ রফতানি আয় থেকে ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে।

দেশের রফতানিকারকদের রফতানি আয় চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে সময়ের মধ্যে ৩৪ দশমিক ০৯ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়ে ৪৭ দশমিক ১৭ বিলিয়নে পৌঁছেছে।

এপ্রিল মাসে রফতানিকারকদের আয় বার্ষিক ৫১ শতাংশ বৃদ্ধির সাথে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর চলতি অর্থবছরের ১০ মাসে ৪৩ দশমিক ৩৪ বিলিয়ন হয়েছে।

এই অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি ৩৪ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৫২ বিলিয়ন হয়েছে। যার মধ্যে ২০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছরে ৩৬ দশমিক ৬১ শতাংশ বেড়েছে, এবং ১৭ দশমিক ৫৪ বিলিয়ন এসেছে বোনা পোশাক রফতানি থেকে, যা বৃদ্ধি পেয়েছে ৩২ দশমিক ৮৫ শতাংশ।

ইপিবি’র তথ্য অনুযায়ী, নতুন রফতানি পণ্য হোম টেক্সটাইল ৪১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৪৬ বিলিয়ন হয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে একই সময়ে কৃষিপণ্য ২১ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ১০ বিলিয়ন ডলার হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য ৩১ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১৫ দশমিক ৫৮ মিলিয়নে উন্নীত হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৮৪৬ দশমিক ০৮ মিলিয়ন ডলার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *