গাজীপুর ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মচারীদের বিরুদ্ধে অধিগ্রহণের ক্ষতিগ্রস্থ তালিকায় ভূয়া নাম-ঠিকানা ব্যবহার করে চেকের মাধ্যমে ভূমি অধিগ্রহণের অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
বুধবার (১ জুন) গাজীপুর ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দুদকের এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এবং গাজীপুর ভূমি অধিগ্রহণ (এলএ ও রেকর্ডরুম) শাখার সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামানের সাথে আলোচনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম এবং বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেন। এ সংক্রান্ত আরো অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।
অভিযানে দুদক-জেকা ঢাকা-২ এর সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম, উপ-সহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক আফছার উদ্দিন উপস্থিত ছিলেন।