হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম প্যাকেজে ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা হাজীদের ৩০শে মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বাড়লো। তিনি জানান, বেসরকারি খরচও বাড়লো ৫৯ হাজার টাকাই। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।