পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। লঞ্চে ও ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (১ মে) মহাসড়কে যানজটের কারণে দেড় কিলোমিটার এলাকা পায়ে হেঁটে লঞ্চ ও ফেরি পার হচ্ছেন মানুষ। দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে, দুর্ভোগ হলেও ঈদে বাড়ি যেতে পেরে খুশি সাধারণ মানুষ। পুলিশের দাবি, কষ্ট হলেও অভিযোগ নেই কারো।
সকাল থেকেই পাটুরিয়ায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
ভোর থেকেই পাটুরিয়া ঘাটে বাড়তে থাকে যানবাহন ও যাত্রীর চাপ। বেলা বাড়ার সাথে সাথে প্রায় ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এর মধ্যে বাধ্য হয়ে দেড় কিলোমিটার এলাকা পায়ে হেঁটে লঞ্চে ও ফেরিতে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা। তাদের মধ্য শিশু ও নারীদের কষ্টই বেশি।
নাড়ির টানে ছুটছে মানুষ। কড়া রোদ উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষাতে দুর্ভোগ হলেও সকলের চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। কষ্ট হলেও স্বজনদের সাথে ঈদে ঘরের দিকে যেতে পেরে খুশি যাত্রীরা।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-জানাহ লাবনী জানান, দীর্ঘ যানজটে নাভিশ্বাস মানুষের। তবে, ঘাটে ব্যবস্থাপনা ভালো রাখার দাবি তাদের। তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।