নতুন রাজধানী গড়ে তোলার ঘোষণা মিশরের

সারাবিশ্ব

egypt_bg_104348215

ঢাকা: বর্তমান রাজধানী কায়রোর পূর্বে নতুন একটি রাজধানী শহর গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে মিশরীয় সরকার।

প্রকল্পটি শেষ করতে সাড়ে চার হাজার কোটি ডলার খরচ হতে পারে। এছাড়া পাঁচ থেকে সাত বছর সময়ও লাগবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির গৃহায়ণমন্ত্রী মোস্তফা মাদবৌলি।

তিনি বলেন, আগামী ৪০ বছরের মধ্যে কায়রোর ঘনবসতি ও জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটা নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে কায়রোর জনসংখ্যা প্রায় ২ কোটি বলে জানান তিনি।

তবে নতুন রাজধানী শহরের নাম এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, কায়রো ও লোহিত সাগরের মধ্যবর্তী এলাকায় এটি নির্মাণ করা হবে।

জানা যায়, শহরটি প্রতিষ্ঠায় কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে ১ হাজার ২শ’ কোটি ডলার সহায়তা দেবে।

ডেভেলপাররা জানান, ৭শ’ বর্গকিলোমিটার (২৭০ বর্গমাইল) আয়তনের এই নতুন রাজধানীতে প্রায় ২ হাজার স্কুল-কলেজ, ৬শ’র বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকবে।

একই সঙ্গে অধিবাসীদের বসবাসের জন্য পঞ্চাশ লাখের বেশি বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তারা।

নতুন এই শহর স্থাপনে কয়েক লাখ নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিকল্পনাকারীরা জানান, শহরটি নির্মাণে কাজ করবে ব্যক্তিমালিকাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ক্যাপিটাল সিটি পার্টনার। ক্যাপিটাল রিয়েল এস্টেটের নেতৃত্বে রয়েছেন আমিরাতের মোহাম্মদ আলাব্বার। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা আলাব্বারই নির্মাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *