পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করা হবে আজ। জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমরান খানও হাজির থাকবেন বলে জানা গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সংসদের নিম্নকক্ষে স্থানীয় সময় রবিবার সাড়ে ১১টায় গুরুত্বপূর্ণ এই সেশন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন ইমরান খান।
অনাস্থা ভোটকে কেন্দ্র করে ইসলামাবাদে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর ফলে, ৫ কিংবা এর বেশি মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবে না, মিছিল ও শোভাযাত্রা ও বিক্ষোভও নিষিদ্ধ করা হয়েছে।