নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা সদরের জাত আমরুল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় শুক্রবার ভোর রাতে ১২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, জাত আমরুল মৎস্যজীবী পাড়ার আকবর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৬), নওশের আলীর ছেলে বাবুল হোসেন (২৮) ও মৃত জহুরুল ইসলামের ছেলে বারেক উদ্দিন (৩০)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের জাতআরুল গ্রামের মৎস্যজীবী পাড়ার মৃত মন্টু হোসেনের বাড়ীর গোয়ালঘরে অভিযান চালিয়ে ফলের কার্টুনে বস্তাবন্দী করে রাখা পরিত্যাক্ত অবস্থায় ওই বোমা গুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত সন্দেহে ওই পাড়ার সাইফুল ইসলাম, বাবুল হোসেন ও বারেক উদ্দিন নামে তিন জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বোমা গুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের জাতআরুল গ্রামের মৎস্যজীবী পাড়ার মৃত মন্টু হোসেনের বাড়ীর গোয়ালঘরে অভিযান চালিয়ে ফলের কার্টুনে বস্তাবন্দী করে রাখা পরিত্যাক্ত অবস্থায় ওই বোমা গুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত সন্দেহে ওই পাড়ার সাইফুল ইসলাম, বাবুল হোসেন ও বারেক উদ্দিন নামে তিন জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বোমা গুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।