বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Slider সারাবিশ্ব


গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ২১৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৪৫ হাজার বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১২৬ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২০৪ জন।

শনিবার (২২ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ২৪ লাখ ৯ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮১ হাজার ১৮০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮০ জনের এবং শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৫২ জনের। একই সময়ে ইতালিতে আক্রান্ত ৩৬ হাজার ১১৪ জন এবং মৃত্যু ৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৭ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। জাপানে মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৩১ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৪৯ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৮১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *