গাজীপুর আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

Slider বাংলার আদালত

10299539_10204690458036104_6110799142554944984_n

গাজীপুর: প্রধান বিচারপতি এস কে সিনহা আকস্মিকভাবে গাজীপুর আদালত পরিদর্শন করেছেন।

বৃহসপতিবার(১২ মার্চ)  বেলা ১২টা ৫৫মিনিটে তিনি গাজীপুর আদালতে আসেন। বেলা ১টা ২৩ মিনিটে তিনি চলে যান।

সরেজমিন দেখা যায়, প্রধান বিচারপতি হঠাৎ করে গাজীপুর আদালত ভবনে আসেন। আদালত ভবনে প্রবেশ করে তিনি চলে যান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালত-২ এ। সেখানে প্রধান বিচারপতি বুধবার গাজীপুর আদালতে আইনজীবীদের আন্দোলনের সময় ভাচূর হওয়ার আলামত পরিদর্শন করেন। অতঃপর বেলা ১টা ২৩
মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে গাজীপুর ত্যাগ করেন।

প্রধান বিচারপতির সঙ্গে জজ আদালতের বিচারকবৃন্ধ, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে গাজীপুর বারের আইনজীবী ইব্রাহিম খলিলকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। বুধবার সকালে আইনজীবীরা আটক আইনজীবীর মুক্তির দাবিতে মিছিল ও সাধারণ সভা করে আদালত বর্জন করেন। বিকালে আটক আইনজীবীকে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামিন দিলে আইনজীবদের আন্দোলন বন্ধ হয়। আন্দোলনের সময়
বিচ্ছিন্ন ভাবে ২নং আদালত ভাংচূর হয়। ভাঙচূরের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশ্টিষ্ঠ তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটি ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিবেন বলে বলা হয়। এই অবস্থায় প্রধান বিচারপতি আকস্মিভাবে আদালত পরিদর্শন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *