টাইগারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

Slider খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জয়ের খাতাটা ছিল ফাঁকা। শূন্যতা পূরণ করে টাইগার বাহিনী পেয়েছে রাজসিক সিরিজ জয়। অসামান্য অর্জনে সাকিব-তাসকিনরা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা। আর পুরস্কার ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫৪ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় তাসকিন আহমেদরা। এরপর ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে ৩ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন বিসিবি বস পাপন। জালাল ইউনুস বলেন, ‘কথা বলার সময় মোবাইলের স্পিকার অন করে দিয়েছিলাম।
মাননীয় সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেব পুরো দলের সঙ্গে কথা বলেছেন। সবাই খুশি। এ সময় তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

জালাল ইউনুস বলেন, ‘মোবাইলে কথা বলার সময় খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। তখন মাননীয় সভাপতি খেলোয়াড়দের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’
এসময় সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় ভারত হোয়াইটওয়াশ হয়েছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি এটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *