কালীগঞ্জ ব্যুরো অফিসগ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিগঞ্জ(গাজীপুর): সারাবিশ্ব যখন ফুটবল জোয়ারে ভাসছে তখন কালীগঞ্জেও এর ঢেউ লেগেছে। বিশ্বকাপ ফুটবল মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে সর্বত্র টানটান উত্তেজনা। হলুদ আর নীল-সাদা জার্সির খেলায়াড়রা কি বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হবে তা নিয়ে তর্কবিতর্ক। আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে কালীগঞ্জে সমর্থকদের মাঝে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা। গত শনিবার কালীগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে গড়ায় একটি অলিখিত প্রীতি ম্যাচ। থানা ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ আর্জেন্টিনা ও ব্রাজিলের নীল-সাদা ও হলুদ জার্সি গায়ে মাঠে নামে। খেলায় আর্জেন্টিনা টানটান উত্তেজনার মধ্য ৪ গোলে চিরচেনা ব্রাজিলকে হারায়। জামালপুর কলেজ শাখার সভাপতি বাদশা ২টি ও পৌর ছাত্রলীগ নেতা রাজীব হোসেন ২টি গোল করে আর্জেন্টিনাকে জয়ী করে। কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর মেয়র মোঃ লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হাসেম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন শুক্কুর ও পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ শাহিকুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদ হাসান, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সহ সভাপতি সাদিকুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা তানবীর মোল্লাহ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।