গাজীপুর: মহানগরের বোর্ডবাজার এলাকায় বিকাশ এজেন্টকে ছুঁড়িকাঘাত করে পৌন দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার
পর মারা গেছেন ভিকটিম।
মঙ্গলবার( ১০ মার্চ) বেলা আড়াইটায় গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইসলামীক ইউনিভার্সিটি অব টেকনোলজির(আইইউটি)) সামনে ওই ঘটনা ঘটে।
নিহত বিকাশ এজেন্টর নাম রবিন মিয়া(২২)। বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন বিকাশের টাকা নিয়ে আইইউটির সামনে আসলে কয়েক ছিনতাইকারী ছুড়িকাঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় ও টাকার ব্যাগ
নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহতকে নিকটবর্তি তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।