ইউক্রেনে রুশ সেনাদের সামরিক অভিযান চলমান। এ অবস্থায় ইউক্রেনে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন বরিস জনসন।
এক টুইট বার্তায় বরিস জনসন বলেন, চলতি সপ্তাহে ন্যাটো এবং জি-৭ এর বৈঠক রয়েছে-সেখানে
আমি কীভাবে ইউক্রেনের স্বার্থকে এগিয়ে নিতে কাজ করব তা নির্ধারণ করতে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছি।
টুইট বার্তায় তিনি আরও বলেন, এই ভয়ানক সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করার জন্য সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।