ব্রিলিয়ান্স বাংলাদেশ

Slider বাংলার মুখোমুখি

67092_35
শুধু বাংলাদেশেই নয় বিশ্ব গণমাধ্যমেও শিরোনাম বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বিজয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়ে ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে টাইগাররা। তাক লাগিয়েছে বিশ্বকে। আর এ নিয়ে সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বাংলাদেশের অসাধারণ জয় নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়

থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা টুইটারে নানা মন্তব্য করেছেন। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। কেউ স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ যেন তাদের নৈপুণ্যের যোগ্য প্রশংসা পায়। টুইটারে এমন উল্লেখযোগ্য কিছু টুইট এখানে তুলে ধরা হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুইট করেছে, ‘বাকরুদ্ধ, টাইগারদের অবিশ্বাস্য জয়! কোয়ার্টার ফাইনালে!’। ক্রিকেট ভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, আজকের সন্ধ্যা উদযাপন করো # বাংলাদেশ। এটা তোমরা অর্জন করেছো। দীর্ঘ সময় উদযাপন করো। তোমাদের জন্য আনন্দিত।’ এছাড়া বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক বৃটিশ গ্রেট ইয়ান বোথাম। কেভিন পিটারসন লিখেছেন,‘বিশ্বাস করতে পারছি না! কিছুতেই! কিন্তু ওয়েল ডান বাংলাদেশ! এটা তোমাদের প্রাপ্য। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার জেসিকা জোনাসেন লিখেছেন, এবারের বিশ্বকাপ তাক লাগিয়েই চলেছে। কি দারুণ একটা খেলা আর কি দারুণ ফল। ওয়েল ডান বাংলাদেশ! সব মন্তব্যের মধ্যে স্কটিশ ক্রিকেটার মাজিদ খানের মন্তব্যকে সবার উপরে রাখলে বোধ হয় বাড়াবাড়ি হবে না। তিনি লিখেছেন, আশা করবো ইংল্যান্ডের বাজে নৈপুণ্যের ওপর জোর না দিয়ে মিডিয়া বাংলাদেশকে তাদের প্রাপ্য কৃতিত্ব দেবে! #বাংলাদেশ ব্রিলিয়ান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *