ছাত্রদল নেতা খোকনকে গ্রেপ্তারের পর র‌্যাবে হস্তান্তর, বিএনপির উদ্বেগ

জাতীয়
66895_eye

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে শনিবার পুলিশ গ্রেপ্তার করে র‌্যাবের কাছে হস্তান্তর করায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন
বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, খোকনকে শনিবার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর তা অস্বীকার করে র‌্যাবের কাছে হস্তান্তরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খোকনের পরিবারের আশঙ্কাÑ খোকনকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর অস্বীকার এবং পরে তাকে র‌্যাব এর কাছে হস্তান্তরের ঘটনায় যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মনে করি, দেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারের পর অস্বীকারের রেওয়াজ চালু হয়েছে তাতে এখন রাষ্ট্রের কোন নাগরিকেরই জানমালের নিরাপত্তা নেই। সালাহউদ্দিন আহমেদ বলেন, খোকনের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে আদালতে উপস্থাপন করা হোক। আর যদি তা করা না হয় এবং আনিসুর রহমান তালুকদার খোকনের কোন দুর্ঘটনা ঘটে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে সম্পূর্ণরূপে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। আমরা অবিলম্বে খোকনের অবস্থান তার পরিবারের নিকট নিশ্চিতকরণ এবং তাকে আদালতে উপস্থাপনের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *