রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং দমিত্র কুলেবার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি। বৃহস্পতিবার এই দুই নেতার মধ্যে যখন আলোচনা হয়, তখনও ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় বোমা হামলার খবর পাওয়া যাচ্ছিল। হাসপাতালে হামলায় এক শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন এই হামলার পাল্টা জবাব দেয়া হবে। রাশিয়ার নেতাদেরকে যুদ্ধাপরাধের অভিযোগে আদালতে তোলা হবে। তার শীর্ষ অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, রাশিয়া এই যুদ্ধে ইউক্রেনের অবকাঠামো ও অন্যান্য যেসব ক্ষতি করেছে তার মূল্য কমপক্ষে ১০,০০০ কোটি ডলার।