রাশিয়া ও ইউক্রেনের মধ্য আজ (বুধবার) আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আজ আলোচনা হতে পারে।
ইউক্রেনের গণমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলে সূত্রগুলো। ইউক্রেন কোনো জোটে যোগ না দেওয়া, প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রেখেছে রাশিয়া।
অন্যদিকে গ্লাভকমের তথ্যমতে, ইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রাশিয়ার বাহিনীর প্রত্যাহার দাবি করে।
এর আগে সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি।
বেলারুশের গোমেল অঞ্চলে প্রথম দফার বৈঠক হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।