ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো বলেছেন, রাশিয়ান বাহিনী কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে। এরফলে টেলিভিশনটির সংকেত আদান প্রদানে সমস্যা হচ্ছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘ওয়ান প্লাস ওয়ান’ বলেছে যে হারানো সংকেত পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
রাজধানী কিয়েভ থেকে প্রচারিত কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, চ্যানেলটি ইউক্রেনে ইংরেজি ভাষায় সংবাদ প্রচার করতো। হামলার পর ইউক্রেনীয় অন্য টিভি চ্যানেল গুলোও সম্প্রচার বন্ধ রেখেছে।
তবে আল জাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
সূত্র : আলজাজিরা