সখীপুরে মাদক ব্যবসায়ী বাবুলকে ১৫ মাসের কারাদণ্ড

Slider বাংলার আদালত

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুরে এক মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। আর এসময় বাবুল হোসেন (৫০) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। মাদক ব্যবসায়ী বাবুল হোসেন বাসাইলের জসীহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায় যে,”উপজেলার কালিয়ান বাজারের পাশে ওই ব্যক্তি গাঁজা বিক্রি করছিল।আর এসময় এলাকাবাসী ওই মাদকসেবীকে ২৫০ গ্রাম গাঁজাসহ আদালতে সোর্পদ করেন। এরপর আদালত তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে বাবুলকে একবছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সাজা বৃদ্ধি করা হয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানিয়েছেন, “আমরা সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। ফলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *