ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী। সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া। এছাড়াও সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, অর্থ সম্পাদক ডা. বুরহান উদ্দিন অরণ্য, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর, দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসন, সাংবাদিক রফিকুল ইসলাম, সদস্য এনামুল হক খলিল, রমজান আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে এ কে এম রিপন আনসারী বলেন, ১৪ বছর ধরে জেলায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় কাজ করছে গাজীপুর জেলা প্রেসক্লাব। এছাড়াও প্রতি বছর শীত বস্ত্র বিতরণ, এয়াতিম শিশু, প্রতিবন্ধি, বৃদ্ধ সহ সমাজের নানা শ্রেণি পেশার সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছি । পরে ড. এ কে এম রিপন আনসারীকে আহবায়ক ও শফিকুল ইসলাম ভূইঁয়াকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, ডা. বুরহান উদ্দিন অরণ্য, ফাহিমা নূর ; মোঃ ইসমাঈল হোসেন ও মোঃ রফিকুল ইসলাম।
সভায় আগামী ১০ মার্চ গাজীপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।