সাকিব-মুশফিকের ভরসায় বাংলাদেশ

Slider খেলা টপ নিউজ

tm_122705_0

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৪ রান।
ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে জশ ডেভির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সৌম্য সরকার।

তবে সৌম্যকে হারানো ধাক্কা খুব দ্রুতই সামলে নেন তামিম-মাহমুদুল্লাহ। দ্বিতীয় উইকেটে  ১৩৯ রান তোলেন দুজনে মিলে।  বিশ্বকাপে এটিই বাংলাদেশের যে কোনো জুটির সর্বোচ্চ রান।

ইয়ান ওয়ার্ডল’র লেগ স্ট্যাম্পের অনেক বাইরের একটি বল মাহমুদুল্লাহ ডাউন দ্য উইকেটে খেলতে গেলে পায়ে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ৫০ বলে ফিফটি পূর্ণ করা মাহমুদুল্লাহ আউট হন ৬২ রান করে।

মুশফিকের সঙ্গে পরের জুটিতে আরো ৫৭ রান যোগ করেন তামিম। তবে দলীয় ২০১ রানের মাথায় বলে এলবি হয়ে নার্ভাস নাইনটিতে কাটা পড়েন। ১০০ বলে ৯৫ রানের ইনিংসটিতে ৯টি চারের পাশাপাশি ১টি ছয়ের মার ছিল।

ফিল্ডিংয়ের সময় হাটুতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়। স্ক্যান করানোর জন্য স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এই ম্যাচে আর ব্যাটিংয়েই নামতে পারবেন না এনামুল।

এর আগে কাইল কোয়েটজারের ১৫৬ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৮ রানের বিশাল স্কোর দাড় করায় স্কটল্যান্ড।  বাংলাদেশের পক্ষে তাসকিন ৩ উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *