গাজীপুর প্রেসক্লাবের একাংশের দুই কমিটি ঘোষনা নিয়ে উত্তেজনা

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া

Gazipur_map_461131944

গাজীপুর অফিস : গাজীপুর প্রেসক্লাবের একাংশের দুটি কমিটি ঘোষনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়ছে। ২০দলীয় জোট সমথক প্যানেল এক তরফা নির্বাচন দেখিয়ে একটি ও সরকার সমথক প্যানেল অনিয়মের অভিযোগ এনে নিবাচন বয়কট করে আরেকটি কমিটি ঘোষনা দেয়ায় উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার(৩ মাচ) গাজীপুর রাজবাড়ির অভ্যন্তরে হিন্দু সম্প্রদায়ের মাদব ঠাকুরের রান্না ঘরে অবস্থিত গাজীপুর প্রেসক্লাবের একাংশের কাযালয়ে গিয়ে ওই তথ্য পাওয়া যায়।
সাংবাদিকেরা জানান, সোমবার অনুষ্ঠিত নিবাচনে সরকার সমথক হিসেবে পরিচিতি রুহুল আমিন-রাহিম সরকার প্যানেল নিবাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে নিবাচন বয়কট করেন। আর ২০দলীয় জোট সমথিত প্যানেল হিসেবে পরিচিত খায়রুল ইসলাম-আমিনুল ইসলাম প্যানেল নিজেদের একতরফাভাবে বিজয়ী ঘোষনা করেন। এই অবস্থায় উভয় প্যানেল প্রেসক্লাবের দুটি পূনাঙ্গ কিমিটি ঘোষনা দেয়। ফলে গাজীপুর প্রেসক্লাবের একাংশের দুটি কমিটি গঠিত হয়।

মঙ্গলবার প্রেসক্লাবে সরকার সমথক প্যানেলের কমকতাদের দেখা যায়। ২০ দলীয় জোট সমথক প্যানেলের কমকতাদের পাওয়া যায়নি।
সরকার সমথক প্যানেলে কাযনিবাহী কমিটিতে রয়েছেন, রুহুল আমিন সজীব সভাপতি এবং রাহিম সরকার সাধারণ সম্পাদক। এই কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি : মোঃ মাহ্ফুজুল হক, সহ-সভাপতি : সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্তসংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক : মোঃ জানে এ আলম, কোষাধ্যক্ষ : আজহারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক : মোঃ আতিকুর রহমান, দফতর সম্পাদক : সিরাজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : ম.ম দেলোয়ার আলম, নির্বাহী সদস্য- আমজাদ হোসেন, মোঃ এনামুল হক, আব্দুর রহমান, মাসুদুল হক, মোঃ আলমগীর হোসেন, মাহতাব উদ্দিন আহম্মেদ ও হোসাইন ইমাম।

এই প্যানেলে নিবাহী সদস্য এনামুল হক বতমান মুক্তিযুদ্ধ মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের আপন ভাগিনা ও আওয়ামীলীগ সমথিত পেশাজীবী সংগঠনের নেতা। এছাড়া এই কমিটিতে আরো একাধিক কমকতা আছেন যারা ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত।

২০দলীয় জোট সমথক প্যানেলের কাযনিবাহী কমিটিতে আছেন সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক : মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি : দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল বারী বাবুল, দপ্তর সম্পাদক আবুল হাসান, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক হাজিনুর রহমান শাহীন, নির্বাহী সদস্যগণ হচ্ছেন- মোঃ মুজিবুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম মাসুম, এম. নজরুল ইসলাম, সারওয়ার হোসেন, মোঃ শাহীন, হাসমত আলী ও ফারদিন ফেরদৌস।
২০দলীয় জোট সমথক প্যানেল কমকতাদের মধ্যে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গাজীপুর জেলা জাসাসের বতমান সাধারণ সম্পাদক।সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের বতমান সভাপতি। কোষাধ্যক্ষ এস এম রিপন শাহ গাজীপুর পৌর জাসাসের আহবায়ক। এ ছাড়া এই কমিটিতে আরো একাধিক কমকতা রয়েছেন যারা ২০দলীয় জোটের সমথক।

গাজীপুর প্রেসক্লাবের একাংশের দুটি কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা সম্পকে গাজীপুর সদর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি) রেজাউল হাসান  জানান, বিষয়টি আমার জানা নেই্। তবে প্রেসক্লাবের একাধিক সাংবাদিক বিএনপি- জামায়াত-শিবিরের লোক প্রেসক্লাবে রয়েছেন বলে আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিতভাবে জানালে তাদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *