করোনা: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১০৭

Slider জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। বাকি ৩৮ জনের মধ্যে সাতকানিয়ার ৪, বাঁশখালীর ২, আনোয়ারার ২, পটিয়ার ৬, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ২, হাটহাজারীর ২, ফটিকছড়ির ৪, মীরসরাইয়ের ৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ১০৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *