হবিগঞ্জ: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমসহ ৪০ নেতাকর্মীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ দুপুরে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, গত ২২শে ডিসেম্বর হবিগঞ্জ শহরের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার অনুমতি ও মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়।