জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৪৩ কোটি ৬৮ লাখ টাকার বাজেট

অর্থ ও বাণিজ্য জাতীয় শিক্ষা

1479050_1406677369574581_1174374514_n

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিনেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের ১৪৩ কোটি ৬৮ লাখ টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে আয়োজিত এ  অধিবেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদ।

তিনি তার বাজেট বক্তৃতায় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে সেশনজট থেকে উত্তরণ ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করা। আর এ চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে দেশের সার্বিক উন্নয়ণ অগ্রগতিতে এ প্রতিষ্ঠান বড় ভূমিকা পালন করবে। সভায় বক্তব্য রাখেন, প্রোভিসি ড. মো. আসলাম ভূইয়া, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদ প্রমুখ।

সভায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চলতি অর্থ বছরের জন্য সিনেট অধিবেশনে এবার  ১৪৩ কোটি ৬৮ লাখ টাকার সাধারণ বার্ষিক উন্নয়ণ কর্মসূচি সম্বলিত উন্নয়ণ বাজেট অনুমোদিত হয়। অধিবেশনে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ কাজী ফারুক উদ্দিন, অধ্যাপক মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্বিবিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *