গোলাবারুদ ধ্বংস কার্যক্রম পরিচালনা করার জন্য গাজীপুর এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে নির্দেশ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গাজীপুরে ৪ কিলোমিটার এলাকায় চলাচলে মাসব্যাপী নিষেধাজ্ঞা
মহানগর ডেস্ক
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ জানুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অকেজো গোলাবারুদ পুড়িয়ে ধ্বংসের জন্য সিএডি’র ডোমোলিশন গ্রাউন্ডের চতুর্দিকে, শিরিশগুড়ি, দক্ষিণ বারতোপা, মাওনা, শ্রীপুর, গাজীপুরের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপদজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় উক্ত এলাকায় জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ নিরুৎসাহিত করা হলো।’