বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে মঙ্গলবার রাজধানীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। হরতাল চলাকালে বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নয় জন। সন্ধ্যা সাড়ে ৭টায় সেগুন বাগিচা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে রিকশা চালক আমিরুল ইসলাম ও ফজলুল হক আহত হন। পৌনে ৭টায় নবাবপুর সড়কে চিশতিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন দুই জন। আহতরা হচ্ছেন, নাসির উদ্দিন ও ফুরকান আলী। তার আগে সকাল ১০টার দিকে শাহবাগ থানার বঙ্গবাজার মোড়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে চারজন আহত হন। আহতরা হলেন, শুভ যাত্রা পরিবহনের মালিক আনোয়ার হোসেন, জিনজিরা এলাকার ফল ব্যবসায়ী কাকন, খিলগাঁও মডেল কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র আল আমিন ও গাজীপুরের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রাসেল । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আনোয়ার হোসেন জানান, সকাল ১০ টার দিকে বঙ্গবাজার মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। ওই সময়ে সেখানে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হলে তিনি আহত হন। সকাল আটটার দিকে ফকিরাপুল মোড়ে ককটেল বিস্ফোরণে প্রেস কর্মচারী আলমগীর হোসেন আহত হয়েছেন। সকাল সাড়ে নয়টার দিকে নয়াপল্টন মোড়ে হোটেল কস্তুরীর সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সকাল সাড়ে আটটার দিকে রামপুরা থানাধীন পলাশবাগ মোড়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি।