হবিগঞ্জ: আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুল জলিল মনুকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সতর্ক করা হয়েছে আরও কয়েকজনকে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল তাকে এ কাজে সহযোগিতা করেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ বিধিমালা ২০১৬ এর ৭ ধারা অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত কোন প্রার্থী পথসভা ও ঘরোয়া সভা ব্যতিত কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। মঙ্গলবার সন্ধ্যায় এ ধারা অমান্য করে শেখ আব্দুল জলিল মনুর সমর্থনে শোডাউন বের করা হয়। এজন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন মনতলা ও চৌমুহনী ইউপি নির্বাচনে কয়েকজন প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন রাতে এ তথ্য জানিয়েছেন।