মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের দুলাল মুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে দুলাল মুন্দিয়া এলাকায় একটি ট্রাক ওভারটেক করার সময় সামনে একটি মোটরসাইকেল আসে। এ সময় বাসের ড্রাইভার ব্রেক করে দাঁড়িয়ে যান। এতে কারো কোনো ক্ষতি না হলেও মোটরসাইকেলে থাকা লিটন নামের একজন সামনে মোটরসাইকেল রেখে গাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এ অবস্থায় বাসের হেলপার গেট লাগিয়ে দিলেও দরজার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করেন লিটন। এরপর তাকেসহ বাসটিতে থাকা শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মারধর করেন। এরপর কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু এসেও তাদের মারধর করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত দুলাল মুন্দিয়া এলাকার লিটন হোসেন ও কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল-ইমরান। মামলার পর কালীগঞ্জ থানা পুলিশ রাতেই প্রধান অভিযুক্ত লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে।