ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের আসন থাকা না থাকা নিয়ে ব্যাপক বিতর্কের পর বুধবার রাতে প্রভোস্ট কমিটি ওই নিয়ম বাতিলের সুপারিশ করেছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে একজন বিবাহিত ছাত্রীর আসন কেটে দেয়া নিয়ে বিতর্ক হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বুধবার এমন সুপারিশ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, প্রভোস্ট কমিটির সুপারিশ এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাঠানো হবে, সেখানে পাস হলে এই নিয়ম বাতিল হয়ে যাবে। সিন্ডিকেটের সভা এ মাসের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।