ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

Slider জাতীয়


ঢাকাঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোট হবে ৩১শে জানুয়ারি। এই ধাপে হবে ২১৯টি ইউপি’র নির্বাচন। তফসিল অনুযায়ী চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ৩রা জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৬ই জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ই জানুয়ারি। এই নির্বাচনগুলো হবে ইভিএমে।
শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। যাতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি জানান।

প্রথম ধাপে ২১শে জুন ২০৪টি এবং ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউপি’র ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ই নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮শে নভেম্বর। ২৬শে ডিসেম্বর হবে চতুর্থ ধাপে ৮৪০টিতে এবং পঞ্চম ধাপে ৭০৭ ইউপি’তে ৫ই জানুয়ারি ভোট হবে।