মনকে বাউন্ডারি দিয়ে আটকানো যায় না : মমতা

Slider গ্রাম বাংলা
image_190144.mamata
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, শিল্প ও সংস্কৃতির দিক থেকে এপার বাংলা ওপার বাংলা এক। মনের দিক থেকেও তাই। শুক্রবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মমতা বলেন, জিওগ্রাফিক্যাল কারণে দুই বাংলা বাউন্ডারি দিয়ে আলাদা করলেও মনকে বাউন্ডারি দিয়ে আটকানো যায় না।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা ছাড়তে পারি না। তেমনি বাংলাদেশও আমাদের ছাড়তে পারে না। দুই দেশ (বাংলাদেশ-ভারত) যাতে ভালো থাকতে পারে, সে জন্য মনের দরজা খুলে দিতে হবে।
তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গ পরিবার আজ আনন্দিত। দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক ও ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন্ডারি নেই।
বৃহস্পতিবার রাতে ৩ দিনের সফরে ঢাকা আসেন মমতা ব্যানার্জি। তিনি বিকাল ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাবেন এবং সন্ধ্যায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে রাতে ভারতীয় হাইকমিশনার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
রাত ১২টায় একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মমতা ব্যানার্জি। – See more at: http://www.kalerkantho.com/online/national/2015/02/20/190144#sthash.DP0nyoR5.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *