ডাক্তার আসিবার আগেই রোগী নিয়ে গেলো

Slider গ্রাম বাংলা

Exif_JPEG_420

টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: চাঁদাবাজীর কারণে টঙ্গী স্টেশন রোডে অবৈধ সিএনজি- অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে স্ট্যান্ডে আবার অবৈধ গাড়ি আসলে জনতা ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই গাড়িগুলো সরিয়ে ফেলেন কয়েক নেতা।

রবিবার রাতে টঙ্গী স্টেশন রোডে হাসপাতালের সামনে অবৈধ স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে একটি অবৈধ স্ট্যান্ড দীর্ঘ দিন ধরে চলমান। হাসপাতালে আসা যাওয়া রোগীদের জোরপূর্বক বেশী ভাড়ায় বহন করা সহ নানা অভিযোগে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে গত শনিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে।

এদিকে ওই দিন সন্ধ্যায় হঠাৎ করে বেশ কয়েকটি সিএনজির বডি পরিবর্তন করে অটোরিকশা বানানো নম্বর বিহীন কয়েকটি গাড়ি স্ট্যান্ডে উপস্থিত হয়। হাসপাতালের সদ্য পরিস্কার গেটে অবৈধ গাড়ি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসছি আসছি বলে সময় ক্ষেপন করার মাঝেই হঠাৎ কয়েকজন লোক এসে অবৈধ গাড়ি গুলো নিয়ে যায়। জনৈক মানিক নামের একজন নেতা কয়েকজন লোক সাথে নিয়ে অবৈধ গাড়িগুলো সরিয়ে ফেলেন। এরপর পুলিশ এসে গাড়িগুলো পায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একপক্ষ স্ট্যান্ড উচ্ছেদ করে নতুন ভাবে স্ট্যান্ড বানানোর চেষ্টা করছে, আরেকপক্ষ আগের স্ট্যান্ড ঠিক রাখতে মরিয়া। ফলে স্ট্যান্ডে এখন গাড়ির উঠ-বস ব্যবসা শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, কিছু সিএনজির বডি পরিবর্তন করে অটোরিকশা বানিয়ে নম্বর ছাড়া চালানোর পায়ঁতারা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চোরাই কিংবা ফিটনেস বিহীন সিএনজির বডি পরিবর্তন করে অবৈধভাবে অটোরিকশা বানিয়ে রাস্তায় চলাচলের জন্য নতুন স্ট্যান্ড বানানোর পায়ঁতারা চলছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক ( এস আই) ইয়াসির আরাফাত বলেন, পর পর দুই জন অফিসারকে অবৈধ গাড়ি গুলো জব্দ করতে বলা হয়েছিল। তারা সেখানে গিয়ে গাড়িগুলো পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *