রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে শীতকালীন ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শষ্যের বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এসমস অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান,পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, কৃষি কর্মকর্তা মুয়ীদুল ইসলাম,শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু প্রমুখ।
এসময় ৬শত ৩০জন কৃষকের মাঝে ৪শ কেজি ভুট্টা ৩শ কেজি সরিষা,মুগ ৬০০ কেজি ১০কেজি পিয়াজ, ৮ হাজার ৩০০ কেজি ডিএপি সার ৫হাজার ৭০০কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।