ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

Slider জাতীয়


পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন। আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

৩রা নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়, যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে।

এরপর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *