গণপরিবহণ বন্ধ; ভর্তিচ্ছু-চাকরী প্রত্যাশীদের দুর্ভোগ চরমে

Slider জাতীয়

হঠাৎ গণপরিবহণ বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অফিসগামী ও জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়েছেন দুর্ভোগে। আর সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন সাত কলেজের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। আজ শুক্রবার তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও চাকরী প্রত্যাশীদের একাধিক পরীক্ষা রয়েছে আজ। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেন। রাস্তায় কিছু সিএনজি অটোরিকশা, লেগুনা চললেও হাঁকছে কয়েকগুণ বেশি ভাড়া।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা। ঢাকাসহ বিভিন্ন জেলার যাত্রী পরিবহণ সংগঠনগুলোর নেতারা তাদের এ অনানুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান।

তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরিবহণ নেতারা বলেন, হঠাৎ করেই একসঙ্গে প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘটনা এটাই প্রথম।

এছাড়া বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল ২৫৭ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এতে বাস ও ট্রাকের প্রতি ট্রিপেই খরচ বেড়ে গেছে কয়েক হাজার টাকা। এর মাশুল গুনতে হবে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *