রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবে গেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার রেখা (২৯), তার মেয়ে সানজিদা (৮) ও ভাগ্নে শফিকুল (৭)। এ ঘটনায় রেখার বোন শীতল (২৭) নিখোঁজ রয়েছেন। শীতল নিহত শফিকুলের মা। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ১১ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জন যাত্রী। নৌকায় তারা কামরাঙ্গীরচরের ইসলামপুরে যাচ্ছিলেন। পথে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে।
বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ রেখার লাশ উদ্ধার করে। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় রেখার মেয়ে সানজিদার লাশ। বিকাল ৩টার দিকে নদী থেকে তোলা হয় রেখার বোন শীতলের ছেলে শফিকুলের লাশ। তবে শীতল এখনও নিখোঁজ রয়েছেন।