‘২রা মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের আইন মন্ত্রিসভায়’

Slider বাংলার মুখোমুখি

64302_anisul

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের খসড়া আগামী ২রা মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান। খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, আমার মনে হয় আগামী সোমবারের (২৩ শে ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে না উঠলে এর পরের বৈঠকে (২ মার্চ) আইনের খসড়াটি উঠবে। এর আগেও আইনমন্ত্রী একাধিকবার সংশোধিত আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছিলেন। কিন্তু ঘোষিত সময় অনুযায়ী খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য ওঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *