চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুশ চলছে। জুলুশে সমবেত হয়েছেন লাখ লাখ তরিকতপন্থি মানুষ।
জানা যায়,আজ বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এই র্যালি অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আগত পীর আল্লামা সাবের শাহ। তিনি সেখানকার দরবারের আলেয়া সিরিকোটের সাহেবজাদা।
সরজমিনে দেখা যায়, হাতে সবুজ কালেমা খচিত পতাকা, মাথায় বিশেষায়িত টুপি পরিহিত লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন এই জুলুশে। ইয়া নবি সালাম আলাইকা, ইয়া হাবিব সালা মালাইকা স্লোগানে মঙ্গলবার শেষ রাত থেকে জেলার বিভিন্ন স্থান থেকে নগরীতে জমায়েত হতে থাকে তরিকতপন্থী সুন্নি জনতা। আজকের এই জুলুশ দুপুর ১টায় শেষ হবে ।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর এই দিনে তরিকতপন্থিদের মিলনমেলা বসে নগরীতে। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর এই দিন অনেকটা উৎসবমুখর পরিবেশ থাকে চট্টগ্রামে।