সেরা চিঠি
ওগো প্রিয়া,
সত্যিই তুমি আমার জীবনের সাধনা। আর সাধনা করেই তোমাকে কাছে পেয়েছি। আজ দীর্ঘ ছাব্বিশটি বছর তোমার শ্বাসে শ্বাস নিচ্ছি। তোমার আদর সোহাগে এগিয়ে চলছি। তুমি আমাকে পূর্ণতা দিয়েছো সবদিক দিয়ে। দিয়েছো, পাহাড় সমান ভালোবাসা। দিয়েছো, তিনটি হৃৎপি-। যাদের ছোঁয়ায় আমি সম্বিত ফিরে পাই।
যাদের গন্ধে আমি আমার জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মাকে খুঁজে পাই। আমার চলার পথের প্রতিটি সেকেন্ড তুমি হিসাবের খাতায় জমা রেখেছো। যে কারণে প্রতিটি সেকেন্ডই আমি অনুভব করি সুন্দর পৃথিবীকে। তারপরও দেখ আমি কতো স্বার্থপর? বদমেজাজি বলে তোমাকে দীর্ঘ এ সময়েও দিতে পারিনি সুখের স্পর্শ। যন্ত্রণা আর কষ্ট বুকে চেপেই তুমি এগিয়ে যাচ্ছো।
মাঝে মাঝে ভাবনা আসে, মানুষ এমনও হয়? পাথর ছুড়ে মারলেও ফিরে আসে ভালোবাসা হয়ে। তীর ছুড়ে মারলেও কলিজাটা খুলে তীরে গেঁথে দাও। এত শক্তি পাও কোথা থেকে? জানি বাকি জীবনটাও এভাবে কাটিয়ে দেবে। আর আমি নিজেকে পরিবর্তন করতে গিয়েও হেরে যাই। পারি না।
ইতি
তোমার কষ্টের বাহক