কদিন আগে বাবাকে হারিয়েছেন। শোকে অভিভূত শ্রীলেখা মিত্র। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ভাবে উপস্থিত, সত্য কথা সোজা ভাবে বলার ক্ষমতা রাখা এই অভিনেত্রী তার সংলাপ বন্ধ রাখেননি। সম্প্রতি তার পোস্টে তিনি বলেছেন, আমি কেমন সেলিব্রেটি বা অভিনেত্রী যদি পুরুষের স্বপ্নে সেক্সসাইটিং ভূমিকা না নিতে পারি? আমাকে কল্পনা করে যদি বিপরীত লিঙ্গের মানুষ স্বপ্ন না দেখে তবে আমিতো নিজেকে ব্যর্থ মনে করবো, তাই না?
বোল্ড অবতারে ধরা দিতে অভ্যস্ত শ্রীলেখা বলেন, আমার পাশে তো পাঁচজন পুরুষকে চাই। একজন আমার আর্থিক দিকটা দেখে দেবে, একজন বাজার করে দেবে, একজন রোমান্টিক কথা বলবে, গান শোনাবে। আমি স্বাধীন এক নারী। ইচ্ছা হলে খাই, ইচ্ছা হলে ঘুমাই আবার শারীরিক চাহিদা মেটাতে কারও সঙ্গে অন্তরঙ্গ হই। না, সেখানে মনের কোনও সম্পর্ক নেই।
বরাবরই সত্য কথনে অভ্যস্ত শ্রীলেখার এই বক্তব্যে ঝড় উঠেছে। এপার বাংলার সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও শ্রীলেখার ভক্ত কম নয়। নায়িকার ইমেজ ধাক্কা খাবেনাতো? শ্রীলেখা সাফ বলছেন, সত্য কথা বলার জন্যে ইমেজ ক্ষতিগ্রস্ত হলেও তিনি বলবেন। কারণ, সত্যের কোনও বিকল্প হয়না।