গাজীপুরে সাংবাদিকদের ১৪ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় গাজীপুর সদর উপজেলার শ্যামলী রিসোর্টের হল রুমে এ পরিচিতি ও বার্ষিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন’র সভাপতিত্বে হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন’র সঞ্চালনায় পরিচিতি ও বার্ষিক কর্ম পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির আহবায়ক ড. এ.কে.এম রিপন আনসারী, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন নিলু, বিএমএসএফ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি সিবলী সাদিক খান, গাজীপুর জেলার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক,
বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু, বিএমএসএফ নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, গাজীপুর জেলা কমিটির আহবায়ক সদস্য মোঃ হাসান, মোঃ রফিকুল ইসলাম।
বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রানা, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আতিকুল রহমান, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মহানগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল খান, আজকের বাংলা সংবাদ এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম, জি নিউজের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, সাংবাদিক হাজী মুছা সহ প্রমুখ।