ডেস্কঃ আফগানিস্তান ছেড়ে গেলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। তালেবান ক্ষমতা দখল করার প্রেক্ষাপটে তিনি দেশ ছাড়লেন। দেশটির একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। জানা গেছে, তিনি পাশের দেশ তাজিকিস্তানে চলে গেছেন। এ নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে আশরাফ গণির পরবর্তী গন্তব্য নিয়ে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না। এদিকে তালেবান জানিয়েছে, আশরাফ গণি দেশ ছেড়েছে তারা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।